রাজধানীর শাহবাগে পুলিশের সঙ্গে ডিপ্লোমা মেডিক্যাল শিক্ষার্থীদের সংঘর্ষ হয়েছে। এতে দুই পুলিশ সদস্যসহ অন্তত ১২জন আহত হয়েছেন। আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসাপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। চার দফা দাবিতে ডিপ্লোমা মেডিক্যাল শিক্ষার্থীরা শাহবাগে অবস্থান নেয়। এ সময় পুলিশ তাদেরকে সরিয়ে দিতে গেলে সংঘর্ষ বাধে।
পুলিশ লাটিচার্জ ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে।
এতে শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যায়। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বেশ ক’টি গাড়ি ভাঙচুর করেন।
ঢাকা মেডিকেল কলেজ ইন্টার্ন ভাতা, উচ্চ শিক্ষা নিশ্চিতকরণ, ডিপ্লোমা মেডিকেল শিক্ষা বোর্ড গঠন ও কমিউনিটি ক্লিনিকে সাব অ্যাসিস্টেন্ট পদে ডিপ্লোমা মেডিকেল শিক্ষর্থীদের চাকরির দাবিতে বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে স্মারকলিপি প্রদান কর্মসূচি ছিল শিক্ষার্থীদের।
পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপ-কমিশনার মারুফ হোসেন সরদার বলেন, এ ঘটনায় বেশ কয়েকজন শিক্ষার্থীকে আটক করা হয়েছে।
আর/ এমকে